স্বাগতম তানযীম ক্বওমী স্কুল

অভিভাবকদের সতর্কীকরণ নোটিশ

Date: July 10, 2024

 

তানযীম ক্বওমী স্কুল
রোড নং#১৪, বাসা নং-০৫, উপশহর, বগুড়া।
মোবাইল নং- ০১৫১৭-৮৫৭২৬১, ০১৫২১-৪০৬৪৮৮

সতর্কীকরণ নোটিশ

এতদ্বারা T.Q.S এর হিফয বিভাগ (আবাসিক/অনাবাসিক) এবং প্লে-৫ম শ্রেণির সকল সম্মানিত অভিভাবকগণকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে- আপনাদের বাসার আশেপাশে অপরিচিত কিছু অসাধু লোক অসৎ উদ্দেশ্য নিয়ে চলাফেরা করছে, এবং সময়মতো ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা পালিয়ে যাচ্ছে; যাহা আতংকের বিষয়। আমরা আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করেছি। প্রতিষ্ঠানে আপনার সন্তানদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এজন্য- প্রতিষ্ঠান ছুটির পর পিতা-মাতা/অভিভাবক ছাড়া আমরা আপনার সন্তানকে ছাড়বো না। আপনার সন্তানকে নিতে অপরিচতি কাউকে পাঠাইলে অবশ্যই ফোন দিয়ে আমাদেরকে অবহিত করবেন। নতুবা আমরা কোনো ক্রমেই আপনার সন্তানকে অপরিচিত লোকের হাতে সোপর্দ করব না।

পরামর্শ : আপনার সন্তানকে অভিভাবক ছাড়া প্রতিষ্ঠানে আসতে, বাসার বাহিরে যাইতে, ঘুরতে এবং খেলতে দিবেন না। অপরিচিত কোনো লোকের ডাকে যেন সারা না দেয় এবং তাদের দেওয়া কোনো খাবার যেন না খায় সেদিকে ও সজাগ দৃষ্টি রাখবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© তানযীম ক্বওমী স্কুল কর্তৃক সংরক্ষিত ২০২৩

কারিগরি সহায়তা: